খনিশ্রমিকদের আমন্ত্রণ জানাবে তাইওয়ান
চিলির উদ্ধার হওয়া ৩৩ খনিশ্রমিককে তাইওয়ান আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। সে দেশের শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী টিমোথি সাংবাদিকদের বলেন, ‘চিলিতে অবস্থিত আমাদের কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছার কথা জানাব। আমরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানাব।’
বিরোধীদলীয় এক আইনপ্রণেতা (এমপি) প্রথম এই প্রস্তাব করেন। তিনি পরামর্শ দেন, তাইপেতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফুল প্রদর্শনীতে খনিশ্রমিকদের আমন্ত্রণ জানানো যেতে পারে।
এই প্রদর্শনী আগামী মাসে শুরু হবে। উল্লেখ্য, চিলির সঙ্গে তাইওয়ানের ভালো বাণিজ্যিক যোগাযোগ রয়েছে।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী টিমোথি সাংবাদিকদের বলেন, ‘চিলিতে অবস্থিত আমাদের কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছার কথা জানাব। আমরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানাব।’
বিরোধীদলীয় এক আইনপ্রণেতা (এমপি) প্রথম এই প্রস্তাব করেন। তিনি পরামর্শ দেন, তাইপেতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফুল প্রদর্শনীতে খনিশ্রমিকদের আমন্ত্রণ জানানো যেতে পারে।
এই প্রদর্শনী আগামী মাসে শুরু হবে। উল্লেখ্য, চিলির সঙ্গে তাইওয়ানের ভালো বাণিজ্যিক যোগাযোগ রয়েছে।
No comments