অবশেষে ব্রিটিশ খুনি রাউলের আত্মহত্যা
খুনি ও পলাতক ব্রিটিশ অস্ত্রধারী রাউল মোট অবশেষে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার নর্থাম্বারল্যান্ডের রোথবারিতে নদীতীরবর্তী একটি এলাকায় পুলিশ কৌশলে তাঁকে ঘিরে ফেলে। এ সময় পালানোর কোনো পথ না পেয়ে রাউল মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
পুলিশের ফাঁদে ধরা পড়ার আগে রাউল তিনজনকে খুন করেন। এসব হত্যাকাণ্ডের কারণে পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছিল।
পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী রাউল ১ জুলাই কারাগার থেকে ছাড়া পান। ৩ জুলাই এই বডিবিল্ডার ও নাইট ক্লাবের প্রহরী তাঁর সাবেক প্রেমিকা সামান্থা ও তাঁর নতুন সঙ্গী ক্রিস ব্রাউনকে গুলি করে হত্যা করেন। পরদিন ৪ জুলাই ডেভিড রাথবেন নামে আরেকজনকে তিনি একইভাবে হত্যা করেন। এর পর থেকেই পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজতে থাকে।
পুলিশের ফাঁদে ধরা পড়ার আগে রাউল তিনজনকে খুন করেন। এসব হত্যাকাণ্ডের কারণে পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছিল।
পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী রাউল ১ জুলাই কারাগার থেকে ছাড়া পান। ৩ জুলাই এই বডিবিল্ডার ও নাইট ক্লাবের প্রহরী তাঁর সাবেক প্রেমিকা সামান্থা ও তাঁর নতুন সঙ্গী ক্রিস ব্রাউনকে গুলি করে হত্যা করেন। পরদিন ৪ জুলাই ডেভিড রাথবেন নামে আরেকজনকে তিনি একইভাবে হত্যা করেন। এর পর থেকেই পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজতে থাকে।
No comments