যৌথ উদ্যোগে প্রাকৃতিক গ্যাস কেন্দ্র স্থাপন করবে জাপান ও রাশিয়া
জাপান ও রাশিয়া যৌথভাবে একটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র স্থাপনে সম্মত হয়েছে। এটি স্থাপন করা হবে রাশিয়ার ভ্লাদিভস্তকে। এ কেন্দ্র থেকে উৎপাদিত ৫০ লাখ টন তরল গ্যাস প্রতিবছর জাপানে পাঠানো হবে। জাপানের প্রভাবশালী দৈনিক নিক্কেই গতকাল শনিবার এ কথা জানিয়েছে।
পত্রিকাটির খবরে বলা হয়, জাপানের ইয়োকোহামা নগরীতে আগামী নভেম্বরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই সম্মেলনে যোগ দেবেন। আর তখনই তরল গ্যাস কেন্দ্র স্থাপনের চুক্তিটি সই হবে।
পত্রিকাটি আরও জানায়, কেন্দ্রটিতে উৎপাদন শুরু হবে আগামী ২০১৭ সাল নাগাদ। এ কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার পূর্বাঞ্চলেও গ্যাস সরবরাহ করা হবে।
জাপানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে। এ ছাড়া জাপান পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন করপোরেশন ও ইটোচু করপোরেশনও এ কেন্দ্র নির্মাণের কাজ করবে।
জাপান বিশ্বের সবচেয়ে বড় এলএনজি আমদানিকারক দেশ
পত্রিকাটির খবরে বলা হয়, জাপানের ইয়োকোহামা নগরীতে আগামী নভেম্বরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই সম্মেলনে যোগ দেবেন। আর তখনই তরল গ্যাস কেন্দ্র স্থাপনের চুক্তিটি সই হবে।
পত্রিকাটি আরও জানায়, কেন্দ্রটিতে উৎপাদন শুরু হবে আগামী ২০১৭ সাল নাগাদ। এ কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার পূর্বাঞ্চলেও গ্যাস সরবরাহ করা হবে।
জাপানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে। এ ছাড়া জাপান পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন করপোরেশন ও ইটোচু করপোরেশনও এ কেন্দ্র নির্মাণের কাজ করবে।
জাপান বিশ্বের সবচেয়ে বড় এলএনজি আমদানিকারক দেশ
No comments