পেট্রাউসের পরিকল্পনা নাকচ করে দিলেন প্রেসিডেন্ট কারজাই
দায়িত্ব গ্রহণ করতে না করতেই শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউসের সঙ্গে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মতবিরোধ দেখা দিয়েছে। তালেবানবিরোধী যুদ্ধে আফগান গ্রামবাসীদের সহযোগিতা করার পেট্রাউসের একটি পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। ওয়াশিংটন পোস্ট গতকাল শনিবার এ কথা জানিয়েছে।
পত্রিকাটির খবরে বলা হয়, আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর গত সপ্তাহে কারজাইয়ের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন পেট্রাউস। এ সময় তিনি তালেবানের মোকাবিলায় গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করা ও তাদের নানাভাবে সহযোগিতা করার প্রস্তাব দেন। কিন্তু কারজাই প্রস্তাবটি গ্রহণ না করে সরাসরি প্রত্যাখ্যান করেন। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কারজাইয়ের উদ্বেগ কমানোর জন্য যুক্তরাষ্ট্র আপাতত মাত্র কয়েকটি গ্রামে ওই পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা করছে। অনেকেই মনে করছেন ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে, আফগানিস্তানে নতুন করে অনেক যোদ্ধাবাজ নেতার জন্ম হবে এবং জঙ্গিরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
পত্রিকাটির খবরে বলা হয়, আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর গত সপ্তাহে কারজাইয়ের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন পেট্রাউস। এ সময় তিনি তালেবানের মোকাবিলায় গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করা ও তাদের নানাভাবে সহযোগিতা করার প্রস্তাব দেন। কিন্তু কারজাই প্রস্তাবটি গ্রহণ না করে সরাসরি প্রত্যাখ্যান করেন। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কারজাইয়ের উদ্বেগ কমানোর জন্য যুক্তরাষ্ট্র আপাতত মাত্র কয়েকটি গ্রামে ওই পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা করছে। অনেকেই মনে করছেন ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে, আফগানিস্তানে নতুন করে অনেক যোদ্ধাবাজ নেতার জন্ম হবে এবং জঙ্গিরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
No comments