মুখোমুখি বুদ্ধদেব-মমতা
পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের লালগড়ে গত বছরের জুন থেকে মাওবাদী দমনের জন্য চলছে যৌথ বাহিনীর অভিযান। অভিযান শুরুর পর থেকে মাওবাদীদের হামলার আশঙ্কায় সেখানে রাজ্য সরকার কোনো দলকেই জনসভা করার অনুমতি দেয়নি।
গত বুধবার শহীদ দিবস উপলক্ষে কলকাতায় এক বিরাট সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, তাঁর দল ৯ আগস্ট লালগড়ে জনসভা করবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা ও রাজ্য কংগ্রেসের সভাপতি বিধায়ক মানস ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দেন, প্রশাসন জঙ্গল মহলে কাউকেই জনসভা করার অনুমতি দিচ্ছে না। তবে মিছিল করায় বাধা নেই। নিরাপত্তার দিক খতিয়ে দেখেই প্রশাসন কোনো দলকেই জনসভা করার অনুমতি দিচ্ছে না।
এই খবর মমতার কানে পৌঁছানোর পরই মমতা এদিন বিকেলে তাঁর কালীঘাটের অফিসে সাংবাদিকদের জানিয়ে দেন, ‘তিনি ৯ আগস্ট লালগড়ে যাবেন।
গত বুধবার শহীদ দিবস উপলক্ষে কলকাতায় এক বিরাট সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, তাঁর দল ৯ আগস্ট লালগড়ে জনসভা করবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা ও রাজ্য কংগ্রেসের সভাপতি বিধায়ক মানস ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দেন, প্রশাসন জঙ্গল মহলে কাউকেই জনসভা করার অনুমতি দিচ্ছে না। তবে মিছিল করায় বাধা নেই। নিরাপত্তার দিক খতিয়ে দেখেই প্রশাসন কোনো দলকেই জনসভা করার অনুমতি দিচ্ছে না।
এই খবর মমতার কানে পৌঁছানোর পরই মমতা এদিন বিকেলে তাঁর কালীঘাটের অফিসে সাংবাদিকদের জানিয়ে দেন, ‘তিনি ৯ আগস্ট লালগড়ে যাবেন।
No comments