বন্যার্তদের উদ্ধারের জন্য বিমান পাঠালেন উত্তর কোরীয় নেতা কিম
চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আটকে পড়া কয়েক ডজন লোককে উদ্ধারে বিমান পাঠালেন উত্তর কোরীয় নেতা কিম জং ইল। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় টেলিভিশনের খবর পর্যবেক্ষণ করে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আনসান এলাকায় গত বুধ ও বৃহস্পতিবার ২৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে পানিবন্দীহয়ে পড়ে অনেক নারী-পুরুষ ও শিশু।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় টেলিভিশনের খবর পর্যবেক্ষণ করে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আনসান এলাকায় গত বুধ ও বৃহস্পতিবার ২৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে পানিবন্দীহয়ে পড়ে অনেক নারী-পুরুষ ও শিশু।
No comments