বিশ্বকাপ দলের সবাই ব্রাত্য ব্লাঁর কাছে
থিয়েরি অঁরি তো অবসরই নিয়ে নিয়েছেন। তাঁর নাম না থাকারই কথা। কিন্তু একি! ফ্রাঙ্ক রিবেরির নাম কোথায়? কোথায়ই বা গেল প্যাট্রিস এভরার নাম। আগামী মাসে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের প্রীতি ম্যাচের দলে আসলে নাম নেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলা সে দেশের ২৩ খেলোয়াড়ের কারোরই। বিশ্বকাপ কেলেঙ্কারির শাস্তি এভরা-রিবেরি-আনেলকাদের এভাবেই দিলেন ফ্রান্সের নতুন কোচ লরাঁ ব্লাঁ।
কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে নিকোলাস আনেলকার বেধে যাওয়া, খেলোয়াড়দের অনুশীলন বয়কট এবং সর্বোপরি প্রথম রাউন্ডে একটিও ম্যাচ জিততে না পারা—দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফ্রান্স দলের এর চেয়ে বাজে আর কী হতে পারত! অথচ দায়িত্ব নেওয়ার সময় ‘এসব নিয়ে কিছু ভাবছেন না’ বলেছিলেন ৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ব্লাঁ। আর এভরা-রিবেরিদের বাদ দেওয়ায় তাঁর এখনকার কথা, ‘আমি এমনভাবে কাজ করতে পারি না যে বিশ্বকাপে যেন কিছু ঘটেইনি!’
কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে নিকোলাস আনেলকার বেধে যাওয়া, খেলোয়াড়দের অনুশীলন বয়কট এবং সর্বোপরি প্রথম রাউন্ডে একটিও ম্যাচ জিততে না পারা—দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফ্রান্স দলের এর চেয়ে বাজে আর কী হতে পারত! অথচ দায়িত্ব নেওয়ার সময় ‘এসব নিয়ে কিছু ভাবছেন না’ বলেছিলেন ৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ব্লাঁ। আর এভরা-রিবেরিদের বাদ দেওয়ায় তাঁর এখনকার কথা, ‘আমি এমনভাবে কাজ করতে পারি না যে বিশ্বকাপে যেন কিছু ঘটেইনি!’
No comments