তদন্ত চালিয়ে যেতে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
মুম্বাই সন্ত্রাসী হামলার ঘটনার তদন্ত চালিয়ে যেতে ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, গোটা অঞ্চলের কল্যাণেই পাকিস্তানকে এ কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘২০০৮ সালের নভেম্বরে ওই হামলার ঘটনায় তদন্তের ব্যাপারে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। এই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হন।’
ক্রাউলি বলেন, পাকিস্তানকে এই হামলার তদন্ত অব্যাহত রাখতে হবে এবং যারা মুম্বাই হামলার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘২০০৮ সালের নভেম্বরে ওই হামলার ঘটনায় তদন্তের ব্যাপারে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। এই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হন।’
ক্রাউলি বলেন, পাকিস্তানকে এই হামলার তদন্ত অব্যাহত রাখতে হবে এবং যারা মুম্বাই হামলার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
No comments