সুদানের প্রেসিডেন্ট বশিরকে সমর্থন দিয়েছে শাদ
সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রতিবেশী দেশ শাদ। একই সঙ্গে দারফুর সংকট নিরসনেও প্রেসিডেন্ট বশিরের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার শাদে এক আঞ্চলিক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই এ আহ্বান জানান।
আফ্রিকার অন্যতম আঞ্চলিক বাণিজ্যিক সংগঠন কমিউনিটি অব সাহেল-সাহারানের (সিইএন-এসএডি) সম্মেলনে যোগ দিতে সুদানের প্রেসিডেন্ট গত বুধবার শাদে যান। সম্মেলনে আরও ১৩টি দেশের প্রধান যোগ দিয়েছেন।
দারফুরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সুদানের প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আইসিসির যেকোনো সদস্য রাষ্ট্রে গেলে তাঁকে গ্রেপ্তারের বিধান রয়েছে। শাদ বলেছে, তারা বশিরকে গ্রেপ্তার করবে না।
শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই আফ্রিকার অন্য দেশগুলোকে সুদানের প্রেসিডেন্টের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দারফুরের সংকট উদ্বেগজনক। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবে না। তিনি বলেন, ‘সুদানের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি রয়েছে।’
গত বৃহস্পতিবার শাদে এক আঞ্চলিক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই এ আহ্বান জানান।
আফ্রিকার অন্যতম আঞ্চলিক বাণিজ্যিক সংগঠন কমিউনিটি অব সাহেল-সাহারানের (সিইএন-এসএডি) সম্মেলনে যোগ দিতে সুদানের প্রেসিডেন্ট গত বুধবার শাদে যান। সম্মেলনে আরও ১৩টি দেশের প্রধান যোগ দিয়েছেন।
দারফুরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সুদানের প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আইসিসির যেকোনো সদস্য রাষ্ট্রে গেলে তাঁকে গ্রেপ্তারের বিধান রয়েছে। শাদ বলেছে, তারা বশিরকে গ্রেপ্তার করবে না।
শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই আফ্রিকার অন্য দেশগুলোকে সুদানের প্রেসিডেন্টের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দারফুরের সংকট উদ্বেগজনক। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবে না। তিনি বলেন, ‘সুদানের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি রয়েছে।’
No comments