প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে প্রণব মুখোপাধ্যায়ের ইস্তফা
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় গতকাল রোববার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। জানা গেছে, মন্ত্রী হিসেবে প্রচণ্ড কাজের চাপে থাকায় রাজ্যে দলীয় কাজে প্রয়োজনীয় সময় দিতে না পারার জন্য প্রণব মুখোপাধ্যায় ইস্তফার এই সিদ্ধান্ত নিয়েছেন।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রণব মুখোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করে সঙ্গে সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছেন রাজ্য বিধান সভায় কংগ্রেসের পরিষদীয় দলের নেতা মানস ভূঁইয়াকে।
এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের পৌর নির্বাচনে কংগ্রেসের ব্যাপক পরাজয়ের হার মেনে নিতে না পেরেই প্রণব মুখোপাধ্যায় এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রণব মুখোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করে সঙ্গে সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছেন রাজ্য বিধান সভায় কংগ্রেসের পরিষদীয় দলের নেতা মানস ভূঁইয়াকে।
এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের পৌর নির্বাচনে কংগ্রেসের ব্যাপক পরাজয়ের হার মেনে নিতে না পেরেই প্রণব মুখোপাধ্যায় এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
No comments