ল্যান লাইন পুড়ে ডিএসইতে লেনদেন বিঘ্নিত
মতিঝিলে ইস্পাহানি বিল্ডিংয়ের সামনে আজ সোমবার ভোর ছয়টার দিকে বিদ্যুৎ লাইনে আগুন লেগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ল্যান লাইন পুড়ে যায়। আগুনে লাইনটির ৫০ গজের মতো অংশ বা তার পুড়ে যায়।
এর ফলে বেলা ১১টায় লেনদেন শুরু হলে ওই এলাকার ৫০টি ব্রোকারেজ হাউস তাতে অংশ নিতে পারেনি। পরে ৩৬টি প্রতিষ্ঠান ডায়ালাপের মাধ্যমে লেনদেন শুরু করলেও বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠান লেনদেন শুরু করতে পারেনি।
এখন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বা ডেসা পুড়ে যাওয়া বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছে। দুপুর নাগাদ সব প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিতে পারবে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে
এর ফলে বেলা ১১টায় লেনদেন শুরু হলে ওই এলাকার ৫০টি ব্রোকারেজ হাউস তাতে অংশ নিতে পারেনি। পরে ৩৬টি প্রতিষ্ঠান ডায়ালাপের মাধ্যমে লেনদেন শুরু করলেও বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠান লেনদেন শুরু করতে পারেনি।
এখন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বা ডেসা পুড়ে যাওয়া বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছে। দুপুর নাগাদ সব প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিতে পারবে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে
No comments