ব্যতিক্রম সুইজারল্যান্ড
দল হেরেছে তো কোচ সরেছেন—এমনটাই দেখা গিয়েছিল অতীতে। এমনকি এবারের বিশ্বকাপেও ব্যর্থতার দায়ভার নিয়ে সরে পড়েছেন গ্রিস ও ক্যামেরুনের কোচ। সুইজারল্যান্ডই শুধু উল্টোপথের যাত্রী হলো। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও সুইস ফুটবল ভরসা রাখছে কোচ ওটমার হিজফেল্ডের ওপরই। সে দেশের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০১২-এর জুলাই পর্যন্ত কোচ ওটমার তাদের সঙ্গেই থাকছেন। গত বছরের আগস্টে সুইস ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই জার্মান। বিশ্বকাপে দলের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বসেছিলেন তিনি। তখন জার্মানির বিভিন্ন ক্লাব থেকে ডাক আসার পরও সুইস দলের সঙ্গে থাকবেন কি না—এমন প্রশ্ন করা হয়েছিল। উত্তরে বলেছিলেন, ‘সুইজারল্যান্ডের মানুষ যদি আমাকে আবার চায়, অবশ্যই থাকব।’
No comments