গোল্ডেন সনের এজিএম অনুষ্ঠিত
তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত এজিএমে কোম্পানির অনুমোদিত মূলধন বর্তমানের ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া ১:১ অনুপাতে রাইট শেয়ার, বর্তমানের ৫০০ শেয়ারের গুচ্ছের (লট) পরিবর্তে ২৫০ শেয়ারের গুচ্ছ করারও সিদ্ধান্ত গৃহীত হয় এবং গত বছরের আর্থিক বিবরণী অনুমোদন দেওয়া হয়। এজিএমের আগে অনুষ্ঠিত হয় কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম)।
কোম্পানির চেয়ারম্যান লিউ ইউ শেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এমডি বেলাল আহমেদ, আইসিবি মনোনীত পরিচালক ইফতেখার উজ জামান, স্বতন্ত্র পরিচালক মনিরুজ্জামান, কোম্পানিসচিব দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১:১ অনুপাতে রাইট শেয়ার, বর্তমানের ৫০০ শেয়ারের গুচ্ছের (লট) পরিবর্তে ২৫০ শেয়ারের গুচ্ছ করারও সিদ্ধান্ত গৃহীত হয় এবং গত বছরের আর্থিক বিবরণী অনুমোদন দেওয়া হয়। এজিএমের আগে অনুষ্ঠিত হয় কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম)।
কোম্পানির চেয়ারম্যান লিউ ইউ শেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এমডি বেলাল আহমেদ, আইসিবি মনোনীত পরিচালক ইফতেখার উজ জামান, স্বতন্ত্র পরিচালক মনিরুজ্জামান, কোম্পানিসচিব দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
No comments