খুব রেগেছেন ডমেনেখের মা
পাড়ার খেলায় এমন হয়। ছেলের সঙ্গে কারও কথা কাটাকাটি হলে তেড়ে আসেন মা। বয়সের কারণেই হয়তো ফ্রান্স থেকে লন্ডনে তেড়ে যেতে পারছেন না ভদ্রমহিলা। কিন্তু ছেলেকে অপমান করায়, গালিগালাজ করায় চটেছেন জার্মেইন ডমেনেখ।
নাম শুনেই বুঝতে পারছেন, ভদ্রমহিলা রেমন্ড ডমেনেখের মা। ছেলে রেমন্ড ডমেনেখকে কদিন আগে অশ্লীল গালিগালাজ করে বিশ্বকাপ দল থেকে বহিষ্কৃত হয়েছেন নিকোলাস আনেলকা। আনেলকার এই গালাগালির মধ্যে ডমেনেখের মায়ের প্রতিও অবমাননাকর কথা ছিল।
তাই চটে গিয়ে ভদ্রমহিলা বলছেন, ‘আমি মিস্টার আনেলকার সঙ্গে দেখা করে একজন মা হিসেবে তাকে একটু কড়া কথা বলে আসতে চাই।’ কড়া কথা কেন বলতে চান, তাও বুঝিয়ে বলেছেন এই ফরাসি ভদ্রমহিলা, ‘এভাবে অপমানিত হওয়াটা খুবই কষ্টের ব্যাপার। ও (রেমন্ড ডমেনেখ) শুধু একজন কোচ না, আমার তো ছেলেও বটে। একই সঙ্গে আমার ছেলেকে অপমান করা হয়েছে, আবার আমাকে তার মা হিসেবে গালি দেওয়া হয়েছে।’
দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডন চলে গেছেন, তবে আনেলকার শিগগির ফ্রান্সে না ফেরাই ভালো।
নাম শুনেই বুঝতে পারছেন, ভদ্রমহিলা রেমন্ড ডমেনেখের মা। ছেলে রেমন্ড ডমেনেখকে কদিন আগে অশ্লীল গালিগালাজ করে বিশ্বকাপ দল থেকে বহিষ্কৃত হয়েছেন নিকোলাস আনেলকা। আনেলকার এই গালাগালির মধ্যে ডমেনেখের মায়ের প্রতিও অবমাননাকর কথা ছিল।
তাই চটে গিয়ে ভদ্রমহিলা বলছেন, ‘আমি মিস্টার আনেলকার সঙ্গে দেখা করে একজন মা হিসেবে তাকে একটু কড়া কথা বলে আসতে চাই।’ কড়া কথা কেন বলতে চান, তাও বুঝিয়ে বলেছেন এই ফরাসি ভদ্রমহিলা, ‘এভাবে অপমানিত হওয়াটা খুবই কষ্টের ব্যাপার। ও (রেমন্ড ডমেনেখ) শুধু একজন কোচ না, আমার তো ছেলেও বটে। একই সঙ্গে আমার ছেলেকে অপমান করা হয়েছে, আবার আমাকে তার মা হিসেবে গালি দেওয়া হয়েছে।’
দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডন চলে গেছেন, তবে আনেলকার শিগগির ফ্রান্সে না ফেরাই ভালো।
No comments