কুইন্স ব্যাটন রিলে
আগামী ৩-১৪ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস সামনে রেখে কাল কুইন্স ব্যাটন রিলে হলো ঢাকায়। চার বছর পরপর কমনওয়েলথ গেমসের আগে এই রিলে হয়। ৬৮টি দেশ ঘুরে এই ব্যাটন এসেছে ঢাকায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যাটন গ্রহণ করেন স্পিকার আবদুল হামিদ। একই দিনে ঢাকাসহ বিভাগীয় শহরে উদ্যাপিত হয়েছে অলিম্পিক ডে রান।
No comments