আজ আবার শেয়ারবাজারে দরপতন
এক দিনের ব্যবধানে ঢাকা শেয়ারবাজারে আজ বুধবার দরপতন হয়েছে। শুরুতে লেনদেন চাঙা থাকলেও ধীরে ধীরে তা নিম্নমুখী হয়ে যায়। দিনশেষে সাধারণ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৮৭ পয়েন্টে। আজ বাজারে মোট এক হাজার ৬৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এতে মোট ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৩৫টির। সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
আজ লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, তিতাস গ্যাস ও শাহজালাল ইসলামী ব্যাংক।
শেয়ারের দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রেকিট বেনকিসার বাংলাদেশ, ইমাম বাটন, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস।
দাম কমায় শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, কোহিনুর কেমিক্যালস, রহিমা ফুড ও সামতা লেদার।
No comments