ওয়েসিস-ভক্ত মেসি
ইংল্যান্ডের বিখ্যাত ব্যান্ড ওয়েসিসে মুগ্ধ লিওনেল মেসি। ২০০৯ থেকেই ওয়েসিসের দুই প্রাণ—নোয়েল ও লিয়াম ভ্রাতৃদ্বয়ের মধ্যে বনিবনা নেই মোটেও। দলটাও ভেঙে গেছে সেই কারণেই। মেসির আশা, এই দুই ভাই আবার একসঙ্গে হবেন, গান করবেন। মেসি শুধু নিজে নন, সতীর্থদেরও বানিয়ে ফেলেছেন ওয়েসিস-ভক্ত। ওয়েসিসের কনসার্ট দেখার জন্য একবার তো ম্যানচেস্টারেও উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। ওয়েসিস ভেঙে যাওয়ায় সেটা আর হয়নি। মেসি তাই সতীর্থদের কাছে নতুন প্রস্তাব রেখেছেন—আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সেলিব্রেশন পার্টিতে ওয়েসিস ব্যান্ডকে চাই-ই চাই। সতীর্থরাও একবাক্যে রাজি। এখন শুধু চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা!
No comments