তরবারি গিলে বিশ্ব রেকর্ড
কসঙ্গে ১৮টি তরবারি গলাধঃকরণের মাধ্যমে চাইনে হাল্টগরেন নামের অস্ট্রেলীয় এক শিল্পী নতুন করে বিশ্ব রেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবার তাঁর নাম উঠেছে। এর মাধ্যমে স্পস কাউবয় নামে পরিচিত হাল্টগরেন ২০০৮ সালে নিজের স্থাপন করা রেকর্ডটি ভেঙেছেন। গত রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে তিনি একসঙ্গে ওই তরবারিগুলো মুখ দিয়ে গলায় প্রবেশ করান। তরবারিগুলোর প্রতিটি ছিল ৭২ সেন্টিমিটার দীর্ঘ।
অনুভূতি জানাতে গিয়ে ৩১ বছরের হাল্টগরেন বলেন, ‘আমি পেরেছি। খুবই ভালো লাগছে। আপনাদের ধন্যবাদ।’ তিনি জানান, ১৬ বছর বয়স থেকে তিনি তরবারি নিয়ে এই কসরত শুরু করেন। এটি রপ্ত করতে তিনি প্রতিদিনই অনেক ঘণ্টা অনুশীলন করেছেন। তরবারিগুলো একসঙ্গে গলায় পুরতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে তাঁকে।
অনুভূতি জানাতে গিয়ে ৩১ বছরের হাল্টগরেন বলেন, ‘আমি পেরেছি। খুবই ভালো লাগছে। আপনাদের ধন্যবাদ।’ তিনি জানান, ১৬ বছর বয়স থেকে তিনি তরবারি নিয়ে এই কসরত শুরু করেন। এটি রপ্ত করতে তিনি প্রতিদিনই অনেক ঘণ্টা অনুশীলন করেছেন। তরবারিগুলো একসঙ্গে গলায় পুরতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে তাঁকে।
No comments