বেঁকে বসেছেন জর্জেভিচ
জাতীয় ফুটবল দলের সঙ্গে কোচ জোরান জর্জেভিচের কলম্বো যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এসএ গেমসে সোনা এনে দেওয়ার পর সার্বিয়ান কোচ বেঁকে বসেছেন বলে দাবি বাফুফের সহসভাপতি বাদল রায়ের, ‘কোচ এখন চার বছরের চুক্তি চান এবং তা গত ডিসেম্বর থেকে। এটা না হলে তিনি কলম্বো যাবেন না বলেছেন। আমরা তাঁকে রাখার চেষ্টা করছি। কিন্তু হঠাত্ করে চার বছরের চুক্তি চাইলেও করে ফেলা সম্ভব নয়। এখন দেখা যাক কী হয়।’
দুই দিন পরই এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে বাংলাদেশ ফুটবল দল কলম্বো যাবে। জর্জেভিচ আসার পর জানানো হয়েছিল, এএস গেমস ও চ্যালেঞ্জ কাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি। সেই চুক্তির কপিও কাল সাংবাদিকদের কাছে দিয়েছে বাফুফে। কিন্তু এসএ গেমসে সোনা জয়ের পর পরই জর্জেভিচ বলেন, ‘আমার চুক্তি শেষ হয়ে গেছে ১ ফেব্রুয়ারি।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লন্ডন থেকে পরশু ফোনে জানান, ‘চ্যালেঞ্জ কাপ পর্যন্তই কোচের থাকার কথা। সেভাবেই সবকিছু হয়েছে। এখন আমি দেশে ফিরলে বিষয়টা দেখব।’
বাদল রায়ও সালাউদ্দিনের কথারই প্রতিধ্বনি করলেন, ‘সভাপতি না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। কোচ কলম্বো না গেলে কিছু তো আর করার নেই। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে চ্যালেঞ্জ কাপের দল নির্বাচন করেছেন জর্জেভিচই।’
এসএ গেমসে সোনা এনে দেওয়ার পর সার্বিয়ান কোচ বেঁকে বসেছেন বলে দাবি বাফুফের সহসভাপতি বাদল রায়ের, ‘কোচ এখন চার বছরের চুক্তি চান এবং তা গত ডিসেম্বর থেকে। এটা না হলে তিনি কলম্বো যাবেন না বলেছেন। আমরা তাঁকে রাখার চেষ্টা করছি। কিন্তু হঠাত্ করে চার বছরের চুক্তি চাইলেও করে ফেলা সম্ভব নয়। এখন দেখা যাক কী হয়।’
দুই দিন পরই এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে বাংলাদেশ ফুটবল দল কলম্বো যাবে। জর্জেভিচ আসার পর জানানো হয়েছিল, এএস গেমস ও চ্যালেঞ্জ কাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি। সেই চুক্তির কপিও কাল সাংবাদিকদের কাছে দিয়েছে বাফুফে। কিন্তু এসএ গেমসে সোনা জয়ের পর পরই জর্জেভিচ বলেন, ‘আমার চুক্তি শেষ হয়ে গেছে ১ ফেব্রুয়ারি।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লন্ডন থেকে পরশু ফোনে জানান, ‘চ্যালেঞ্জ কাপ পর্যন্তই কোচের থাকার কথা। সেভাবেই সবকিছু হয়েছে। এখন আমি দেশে ফিরলে বিষয়টা দেখব।’
বাদল রায়ও সালাউদ্দিনের কথারই প্রতিধ্বনি করলেন, ‘সভাপতি না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। কোচ কলম্বো না গেলে কিছু তো আর করার নেই। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে চ্যালেঞ্জ কাপের দল নির্বাচন করেছেন জর্জেভিচই।’
No comments