ভিসার মেয়াদ বাড়াতে তসলিমা নয়াদিল্লিতে
বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন রোববার নয়াদিল্লিতে এসেছেন তাঁর ভিসার মেয়াদ বাড়াতে। ১৬ ফেব্রুয়ারি তসলিমার ভারতে অবস্থানের ছয় মাসের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্যই তসলিমা যুক্তরাষ্ট্র থেকে নয়াদিল্লি এসেছেন।
এর আগে তসলিমা ভিসার মেয়াদ বাড়াতে সর্বশেষ দিল্লি এসেছিলেন গত বছরের আগস্ট মাসে। সেবারের মতো এবারও কেন্দ্রীয় সরকার তসলিমাকে রেখেছে এক অজ্ঞাত স্থানে। আগস্ট মাসে তসলিমার ভিসার মেয়াদ বাড়ানোর সময় ভারত সরকার জানিয়ে দিয়েছিল, তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হলেও তিনি ভারতে আসতে পারবেন না। যেতে পারবেন না ভারতের কোথাও। এমনকি মুখোমুখি হতে পারবেন না সংবাদমাধ্যমের। এ শর্তে রাজি হওয়ায় তসলিমার ভিসার মেয়াদ বাড়ানো হয়।
এবার নয়াদিল্লিতে এসে তাই তসলিমা রয়েছেন অজ্ঞাত স্থানে। দেখাও করতে পারছেন না কারও সঙ্গে। তবে তসলিমার বরাত দিয়ে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, কলকাতায় যেতে না পারাই তাঁর জন্য কষ্টের কারণ।
এর আগে তসলিমা ভিসার মেয়াদ বাড়াতে সর্বশেষ দিল্লি এসেছিলেন গত বছরের আগস্ট মাসে। সেবারের মতো এবারও কেন্দ্রীয় সরকার তসলিমাকে রেখেছে এক অজ্ঞাত স্থানে। আগস্ট মাসে তসলিমার ভিসার মেয়াদ বাড়ানোর সময় ভারত সরকার জানিয়ে দিয়েছিল, তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হলেও তিনি ভারতে আসতে পারবেন না। যেতে পারবেন না ভারতের কোথাও। এমনকি মুখোমুখি হতে পারবেন না সংবাদমাধ্যমের। এ শর্তে রাজি হওয়ায় তসলিমার ভিসার মেয়াদ বাড়ানো হয়।
এবার নয়াদিল্লিতে এসে তাই তসলিমা রয়েছেন অজ্ঞাত স্থানে। দেখাও করতে পারছেন না কারও সঙ্গে। তবে তসলিমার বরাত দিয়ে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, কলকাতায় যেতে না পারাই তাঁর জন্য কষ্টের কারণ।
No comments