নয়াদিল্লিতে আটক ব্রিটিশ দুই নাগরিকের বিরুদ্ধে মামলা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত সপ্তাহে আটক হওয়া ব্রিটিশ দুই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পাইলট ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যকার টেলিযোগাযোগে অবৈধভাবে ঢুকে পড়ার অভিযোগ আনা হয়েছে। নয়াদিল্লি পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার এ কথা জানানো হয়েছে। এএফপি।
পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেছেন, বিমানবন্দরের পাশের একটি আবাসিক হোটেল থেকে গত সপ্তাহে স্টিফেন হ্যাম্পস্টোন (৪৬) ও স্টিভেন মার্টিন (৫৫) নামের ব্রিটিশ দুই নাগরিককে আটক করা হয়। তাঁদের কাছে শক্তিশালী বাইনোকুলার, দিল্লি বিমানবন্দরের মানচিত্র ও সামরিক বিমানের অবস্থান চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া গেছে। তাঁরা যে ওই হোটেল থেকে বিমানের গতিবিধির ওপর নজরদারি করছিলেন, সে বিষয়ে তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।
তিনি জানান, ভারতে অনুমতি ছাড়া এ কাজ করা আইনত দণ্ডনীয়। তবে অভিযুক্ত দুজনই জামিনে মুক্তি পাবেন। আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁদের অন্তত তিন বছরের জন্য জেল খাটতে হবে।
পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেছেন, বিমানবন্দরের পাশের একটি আবাসিক হোটেল থেকে গত সপ্তাহে স্টিফেন হ্যাম্পস্টোন (৪৬) ও স্টিভেন মার্টিন (৫৫) নামের ব্রিটিশ দুই নাগরিককে আটক করা হয়। তাঁদের কাছে শক্তিশালী বাইনোকুলার, দিল্লি বিমানবন্দরের মানচিত্র ও সামরিক বিমানের অবস্থান চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া গেছে। তাঁরা যে ওই হোটেল থেকে বিমানের গতিবিধির ওপর নজরদারি করছিলেন, সে বিষয়ে তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।
তিনি জানান, ভারতে অনুমতি ছাড়া এ কাজ করা আইনত দণ্ডনীয়। তবে অভিযুক্ত দুজনই জামিনে মুক্তি পাবেন। আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁদের অন্তত তিন বছরের জন্য জেল খাটতে হবে।
No comments