টরন্টোতে অমর একুশে পালন
কানাডার টরন্টোতে শোক ও উত্সবের আমেজে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত শনিবার দুপুর ১২টা থেকে শিশু-কিশোরদের বাংলা হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কানাডায় বাংলাদেশের হাইকমিশনার ইয়াকুব আলী খান। রাত ১২টা পর্যন্ত কথা ও কবিতা, চিত্র প্রদর্শনী ও অমর একুশের ওপর বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয় টরন্টোর বাংলাদেশ কালচারাল সেন্টারে।
রাত ১২টা ১ মিনিটে কানাডার এমপি মারিয়া মিন্না অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সম্মিলিত একুশ উদ্যাপন পরিষদ একুশের অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার ভিক্টোরিয়া পার্ক সেন্টক্লেয়ার রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাত ১২টা ১ মিনিটে কানাডার এমপি মারিয়া মিন্না অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সম্মিলিত একুশ উদ্যাপন পরিষদ একুশের অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার ভিক্টোরিয়া পার্ক সেন্টক্লেয়ার রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
No comments