তৃণমূল ছাড়ছেন কবীর সুমন
তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভায় নির্বাচিত কবীর সুমন এবার দল পাল্টানোর কথা ভাবছেন। গত রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি জানান, সোস্যালিস্ট ইউনিটি সেন্টার (এসইউসিআই) তাঁর সবচেয়ে প্রিয় দল। এই দলের শৃঙ্খলায় তিনি মুগ্ধ। আর তাই ওই দলে যোগ দেওয়ারও ইচ্ছে রয়েছে তাঁর।
এসইউসিআই অবশ্য তৃণমূল কংগ্রেসের সহযোগী বামপন্থী দল। তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে নিয়ে দলের মধ্যে বিতর্ক চলছে। দলের অনুশাসন না মেনে সুমন মাওবাদীদের প্রতি নরম মনোভাব নিয়ে চলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন গ্রিনহান্ট ও ইউপিএ আইনের বিরুদ্ধে প্রতিবাদী তিনি।
সুমন জানিয়েছেন, অপারেশন গ্রিনহান্ট শুরু করলে আদিবাসী ও প্রান্তবাসী মানুষেরাই মারা পড়বে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি হিংসার বিরুদ্ধে। কবীর সুমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওই অভিযানের বিরুদ্ধে সরব হতে বলেছেন।
এসইউসিআই অবশ্য তৃণমূল কংগ্রেসের সহযোগী বামপন্থী দল। তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে নিয়ে দলের মধ্যে বিতর্ক চলছে। দলের অনুশাসন না মেনে সুমন মাওবাদীদের প্রতি নরম মনোভাব নিয়ে চলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন গ্রিনহান্ট ও ইউপিএ আইনের বিরুদ্ধে প্রতিবাদী তিনি।
সুমন জানিয়েছেন, অপারেশন গ্রিনহান্ট শুরু করলে আদিবাসী ও প্রান্তবাসী মানুষেরাই মারা পড়বে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি হিংসার বিরুদ্ধে। কবীর সুমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওই অভিযানের বিরুদ্ধে সরব হতে বলেছেন।
No comments