ক্লাব কাপ হকি শুরু ২৭ ফেব্রুয়ারি
দক্ষিণ এশীয় গেমসের আগেই শুরু হওয়ার কথা ছিল হকি লিগ। কিন্তু খেলোয়াড়দের ইউরোপ সফর এবং নানা জটিলতার কারণে যেটি পিছিয়ে এসএ গেমসের পর শুরুর সিদ্ধান্ত হয়। অবশেষে ক্লাব কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া হকি।
আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ক্লাব কাপ। এটি শেষ হওয়ার তিন দিন পরই শুরু হবে হকি লিগ। কাল লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন লিগ কমিটির চেয়ারম্যান আনভির আদিল খান।
এবার খুব দ্রুতই লিগ শেষ করার চিন্তাভাবনা করছেন ফেডারেশন-কর্তারা। যে জন্য খেলা চলতে পারে একটানা। সভায় বিদেশি খেলোয়াড়দের নিবন্ধনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৮-৯ মার্চ। এবার প্রতিটি ক্লাব সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। পুলের খেলোয়াড়দের দলবদলও হবে এই দু দিন।
আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ক্লাব কাপ। এটি শেষ হওয়ার তিন দিন পরই শুরু হবে হকি লিগ। কাল লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন লিগ কমিটির চেয়ারম্যান আনভির আদিল খান।
এবার খুব দ্রুতই লিগ শেষ করার চিন্তাভাবনা করছেন ফেডারেশন-কর্তারা। যে জন্য খেলা চলতে পারে একটানা। সভায় বিদেশি খেলোয়াড়দের নিবন্ধনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৮-৯ মার্চ। এবার প্রতিটি ক্লাব সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। পুলের খেলোয়াড়দের দলবদলও হবে এই দু দিন।
No comments