পর্তুগালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ তিন দিনের শোক
পর্তুগালের মাদেইরা দ্বীপে প্রবল বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪২ জনে পৌঁছেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। গত শনিবার দ্বীপটিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস শুরু হয়। এএফপি।
সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। গতকাল সোমবার উদ্ধারকর্মীরা বাড়ি ও রাস্তায় আটকে থাকা কাদা অপসারণ শুরু করেন এবং নিখোঁজদের সন্ধান চালান। এর আগে রোববার ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, পানির তোড়ে অনেক মানুষ ভেসে গেছে।
সরকারি সূত্রে বলা হয়েছে, কেবিনেট সদস্যরা গতকাল জরুরি বৈঠকে বসেন। সেখানে তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
মাদেইরার প্রধান শহর ফুনচালের মেয়র মিগুয়েল আলবাকুর্গ সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।’
কর্মকর্তারা জানান, পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পর্যটকদের কাছে প্রিয় এ দ্বীপের অবস্থান। বন্যা ও ভূমিধসের পর থেকে রাজধানীর সঙ্গে এর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকালও টেলিফোন যোগাযোগ ও বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়নি।
এ ঘটনার পর এ পর্যন্ত ১২০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী হোসে সক্রেটিস এলাকা পরিদর্শন করে ঘোষণা করেছেন, দুর্গত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। গতকাল সোমবার উদ্ধারকর্মীরা বাড়ি ও রাস্তায় আটকে থাকা কাদা অপসারণ শুরু করেন এবং নিখোঁজদের সন্ধান চালান। এর আগে রোববার ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, পানির তোড়ে অনেক মানুষ ভেসে গেছে।
সরকারি সূত্রে বলা হয়েছে, কেবিনেট সদস্যরা গতকাল জরুরি বৈঠকে বসেন। সেখানে তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
মাদেইরার প্রধান শহর ফুনচালের মেয়র মিগুয়েল আলবাকুর্গ সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।’
কর্মকর্তারা জানান, পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পর্যটকদের কাছে প্রিয় এ দ্বীপের অবস্থান। বন্যা ও ভূমিধসের পর থেকে রাজধানীর সঙ্গে এর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকালও টেলিফোন যোগাযোগ ও বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়নি।
এ ঘটনার পর এ পর্যন্ত ১২০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী হোসে সক্রেটিস এলাকা পরিদর্শন করে ঘোষণা করেছেন, দুর্গত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments