যুক্তরাষ্ট্র ভ্রমণে দুই মুসলিম অধ্যাপকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
দুজন প্রখ্যাত মুসলিম পণ্ডিতের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ দুই পণ্ডিত হলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক রামাদান ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদম হাবিব।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডারবি হোলাডে বুধবার জানান, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই দুই অধ্যাপকের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশে সই করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক এই দুই অধ্যাপক এখন আবারও দেশটিতে ভ্রমণের অনুমতি পাবেন। ইরাক যুদ্ধের সমালোচনা করায় বুশ প্রশাসন তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ডারবি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মুসলিম বিশ্বের সঙ্গে পারস্পরিক স্বার্থে সম্পর্কোন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। দুই অধ্যাপকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া তাঁরই নজির।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডারবি হোলাডে বুধবার জানান, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই দুই অধ্যাপকের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশে সই করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক এই দুই অধ্যাপক এখন আবারও দেশটিতে ভ্রমণের অনুমতি পাবেন। ইরাক যুদ্ধের সমালোচনা করায় বুশ প্রশাসন তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ডারবি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মুসলিম বিশ্বের সঙ্গে পারস্পরিক স্বার্থে সম্পর্কোন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। দুই অধ্যাপকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া তাঁরই নজির।
No comments