দেশে ফিরে যাচ্ছেন লক্ষ্মণ
ফিল্ডিং করতে গিয়ে পরশু হাত ফেটে যাওয়ায় কাল চট্টগ্রাম টেস্টের শেষ দিনে ফিল্ডিং করতে নামেননি ভিভিএস লক্ষ্মণ। ম্যাচ শেষে দলের ম্যানেজার আরশাদ আইয়ুব জানিয়েছেন, দ্বিতীয় টেস্টেও পাওয়া যাচ্ছে না তাঁকে।
হাতে পাঁচটা সেলাই পড়েছে। বিশ্রামে থাকতে হবে পাঁচ দিন। লক্ষ্মণ তাই আজই ফিরে যাবেন দেশে। তবে দ্বিতীয় টেস্টের জন্য তাঁর কোনো বিকল্প আনা হবে না। আরশাদ আইয়ুব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনি ও হরভজন সিং দুজনই ফিট ২৪ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু পরের টেস্ট খেলার জন্য। চট্টগ্রাম টেস্টের আগের দিন পিঠে ব্যথা এবং টেস্ট শুরুর দিন সকালে ঘাড়ে ব্যথা পাওয়ায় প্রথম টেস্টে খেলেননি ধোনি ও হরভজন।
হাতে পাঁচটা সেলাই পড়েছে। বিশ্রামে থাকতে হবে পাঁচ দিন। লক্ষ্মণ তাই আজই ফিরে যাবেন দেশে। তবে দ্বিতীয় টেস্টের জন্য তাঁর কোনো বিকল্প আনা হবে না। আরশাদ আইয়ুব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনি ও হরভজন সিং দুজনই ফিট ২৪ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু পরের টেস্ট খেলার জন্য। চট্টগ্রাম টেস্টের আগের দিন পিঠে ব্যথা এবং টেস্ট শুরুর দিন সকালে ঘাড়ে ব্যথা পাওয়ায় প্রথম টেস্টে খেলেননি ধোনি ও হরভজন।
No comments