সাফার সভায় যোগ দিতে আইসিএবি প্রতিনিধিদল এখন নেপালে
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকা-উন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি জামালউদ্দীন আহমেদ এফসিএর নেতৃত্বে আইসিএবির আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। প্রতিনিধিদলটি আজ শুক্রবার ও আগামীকাল শনিবার নেপালে অনুষ্ঠেয় সাফার ১২তম বোর্ড মিটিং এবং ৭০তম অ্যাসেমব্লি মিটিংয়ে যোগ দেবে।
সাফার ২০০৯ সালের সভাপতি শেখ এ হাফিজ এফসিএ অ্যাসেমব্লি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২০১০ সালের সাফা সভাপতি কমল বাহাদুর চিত্রকরের হাতে সভাপতির দায়িত্বভার তুলে দেবেন।
আইসিএবির প্রতিনিধিদলটি সাফার বিভিন্ন কমিটি যেমন—শিক্ষা, হিসাব ও নিরীক্ষাসংক্রান্ত সভায়ও যোগ দেবে।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন: আইসিএবির সহসভাপতি মো. আবদুস সালাম, কাউন্সিল সদস্য: মো. হুমায়ুন কবির, নাসির উদ্দীন আহমেদ ও মো. সাইফুল ইসলাম। সাফার নির্বাহী সচিব সি আর মজুমদার এবং সাফার নোডাল অফিসার নাসরাত হাসান।
সাফার ২০০৯ সালের সভাপতি শেখ এ হাফিজ এফসিএ অ্যাসেমব্লি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২০১০ সালের সাফা সভাপতি কমল বাহাদুর চিত্রকরের হাতে সভাপতির দায়িত্বভার তুলে দেবেন।
আইসিএবির প্রতিনিধিদলটি সাফার বিভিন্ন কমিটি যেমন—শিক্ষা, হিসাব ও নিরীক্ষাসংক্রান্ত সভায়ও যোগ দেবে।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন: আইসিএবির সহসভাপতি মো. আবদুস সালাম, কাউন্সিল সদস্য: মো. হুমায়ুন কবির, নাসির উদ্দীন আহমেদ ও মো. সাইফুল ইসলাম। সাফার নির্বাহী সচিব সি আর মজুমদার এবং সাফার নোডাল অফিসার নাসরাত হাসান।
No comments