কংগ্রেস কমিটির শুনানিতে নীরব সালাহি দম্পতি
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে অনাহূত অতিথি সালাহি দম্পতি গত বুধবার ওই ঘটনা সম্পর্কে কংগ্রেস কমিটির প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারেক সালাহি বলেন, তাঁর নীরব থাকার সাংবিধানিক অধিকার রয়েছে।
তারেক সালাহি কংগ্রেস কমিটিকে বলেন, ‘আইনজীবীদের পরামর্শে আমি নীরব থাকার অধিকার দাবি করছি এবং আপনাদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানাচ্ছি।’
মার্কিন প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে তারেক সালাহির স্ত্রী মিশেল সালাহিও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। ওই দম্পতি সাংবাদিকদের প্রশ্নেরও কোনো জবাব দেননি।
কোনো আমন্ত্রণপত্র কিংবা যথাযথ গোয়েন্দা ছাড়পত্র ছাড়াই গত ২৪ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজিত নৈশভোজে যোগ দিয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন সালাহি দম্পতি।
তারেক সালাহি কংগ্রেস কমিটিকে বলেন, ‘আইনজীবীদের পরামর্শে আমি নীরব থাকার অধিকার দাবি করছি এবং আপনাদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানাচ্ছি।’
মার্কিন প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে তারেক সালাহির স্ত্রী মিশেল সালাহিও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। ওই দম্পতি সাংবাদিকদের প্রশ্নেরও কোনো জবাব দেননি।
কোনো আমন্ত্রণপত্র কিংবা যথাযথ গোয়েন্দা ছাড়পত্র ছাড়াই গত ২৪ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজিত নৈশভোজে যোগ দিয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন সালাহি দম্পতি।
No comments