কট্টরপন্থী ধর্মীয় নেতার সঙ্গে যোগাযোগ ছিল নিদালের - ফোর্ট হুড হত্যাকাণ্ড
কট্টরপন্থী একজন মার্কিন ধর্মীয় গুরুর সঙ্গে যোগাযোগ ছিল ফোর্ড হুড হত্যাকাণ্ডের নায়ক মেজর নিদাল হাসানের। এ মাসের গোড়ার দিকে নিদাল টেক্সাসের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে গুলি করে ১৩ জনকে হত্যা করেন। এর আগে তিনি ইয়েমেনি বংশোদ্ভূত ওই মার্কিন ধর্মীয় নেতার সঙ্গে ই-মেইল চালাচালি করেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চোখ এড়িয়ে বিদেশে মোটা অঙ্কের অর্থ পাচারের ব্যাপারেও দুজনে আলোচনা করেন।
গতকাল শনিবার দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
দুটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এফবিআই জানতে পারে, কট্টরপন্থী মুসলিম ইমাম আনোয়ার আল-আওলাকির সঙ্গে গত বছর ই-মেইলে যোগাযোগ শুরু করেন নিদাল হাসান। এ বছরের জুন মাসেও তাঁরা পরস্পরকে কয়েক দফা ই-মেইল করেন। এই তথ্য এফবিআই সেনাবাহিনীকে জানায়নি।
সূত্র দুটির উল্লেখ না করে পত্রিকাটি আরও জানায়, নিদাল হাসান প্রথম দিকে ধর্মীয় ব্যাপারে কথাবার্তা চালিয়ে যান। পরে তিনি ধীরে ধীরে কট্টরপন্থী হয়ে ওঠেন। একটি সূত্র জানিয়েছে, নিদাল ও আল-আওলাকি বিদেশে নিরাপদে অর্থ পাচারের ব্যাপারেও আলোচনা করেন।
গতকাল শনিবার দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
দুটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এফবিআই জানতে পারে, কট্টরপন্থী মুসলিম ইমাম আনোয়ার আল-আওলাকির সঙ্গে গত বছর ই-মেইলে যোগাযোগ শুরু করেন নিদাল হাসান। এ বছরের জুন মাসেও তাঁরা পরস্পরকে কয়েক দফা ই-মেইল করেন। এই তথ্য এফবিআই সেনাবাহিনীকে জানায়নি।
সূত্র দুটির উল্লেখ না করে পত্রিকাটি আরও জানায়, নিদাল হাসান প্রথম দিকে ধর্মীয় ব্যাপারে কথাবার্তা চালিয়ে যান। পরে তিনি ধীরে ধীরে কট্টরপন্থী হয়ে ওঠেন। একটি সূত্র জানিয়েছে, নিদাল ও আল-আওলাকি বিদেশে নিরাপদে অর্থ পাচারের ব্যাপারেও আলোচনা করেন।
No comments