বন্ডি বিচ হামলায় সন্দেহভাজন ভারতীয় পাসপোর্টে ভ্রমণ করে

অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের একটিতে অভিযুক্ত পিতা-পুত্র নভেম্বর মাসের প্রায় পুরোটা সময় ফিলিপাইনে অবস্থান করে। এ কথা মঙ্গলবার জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ। তারা জানায়, পিতা সাজিদ আকরাম ফিলিপাইনে প্রবেশ করে ভারতীয় পাসপোর্টে। ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরামের বিরুদ্ধে অভিযোগ, তারা সিডনির বন্ডি বিচে একটি হনুক্কা (ইহুদি ধর্মীয় উৎসব) উদ্যাপনে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা এবং আরও বহু মানুষকে আহত করে।

পুলিশ জানিয়েছে, তারা ১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ফিলিপাইনে ছিল। এই সফরের উদ্দেশ্য তদন্তাধীন রয়েছে এবং সন্দেহভাজনরা সেখানে সামরিক ধাঁচের প্রশিক্ষণ গ্রহণ করে বলেও তথ্য মিলেছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। রোববারের এই হামলাটি প্রায় ৩০ বছরে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণ এবং এটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো একটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। নিহতের সংখ্যা ১৬তে দাঁড়িয়েছে। এর মধ্যে সাজিদ আকরামও আছে। সে পুলিশের গুলিতে নিহত হয়। তার ছেলে ও কথিত সহযোগী নাভিদ আকরাম পুলিশের গুলিতে আহত হয়ে বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ফিলিপাইনে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট নেটওয়ার্কের উপস্থিতি দীর্ঘদিন ধরেই পরিচিত। যদিও বর্তমানে এসব নেটওয়ার্ক দুর্বল হয়ে মূলত দেশটির দক্ষিণাঞ্চল মিন্দানাও এলাকায় সীমিত রয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তথ্য বলছে, এটি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা, যা কথিতভাবে একজন পিতা ও তার ছেলে চালিয়েছে। তিনি আরও বলেন, এটি কোনো ধর্মের কাজ নয়, বরং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের কর্মকাণ্ড। পুলিশ জানায়, নাভিদ আকরামের নামে নিবন্ধিত একটি গাড়ি থেকে হাতবোমা সদৃশ বিস্ফোরক এবং আইএস সম্পর্কিত দুটি হাতে বানানো পতাকা উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়াসহ বহু দেশ আইএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

https://mzamin.com/uploads/news/main/194359_Abul-9.webp

No comments

Powered by Blogger.