গাজায় ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ভবন কাঁপছে
এর ফলে প্রায় পুরো জনগোষ্ঠী গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁবুর পরিবর্তে মোবাইল ঘর ও ক্যারাভান সরবরাহ করা জরুরি। তিনি বলেন, আজ যদি মানুষকে সুরক্ষা দেয়া না হয়, তাহলে আমরা আরও বেশি প্রাণহানির সাক্ষী হব- শিশু, নারী, পুরো পরিবার- এই ভবনগুলোর ভেতরেই। মোহাম্মদ নাসের জানান, তার পরিবার যে ছয়তলা ভবনে আশ্রয় নিয়েছিল, সেটি শুক্রবার ধসে পড়ে। ভবনটি আগেই ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আগে তারা একটি তাঁবু থেকেও বেরিয়ে যেতে বাধ্য হন। নাসের বলেন, আমি মাটির নিচ থেকে আমার ছেলের হাত বেরিয়ে থাকতে দেখেছি। আমার ছেলে ধ্বংসস্তূপের নিচে ছিল, কিন্তু আমরা তাকে বের করতে পারিনি।
এই ঘটনায় তার ১৫ বছর বয়সী ছেলে এবং ১৮ বছর বয়সী মেয়ে নিহত হয়। গাজা কর্তৃপক্ষের ধারণা, ইসরাইলি বোমাবর্ষণের ফলে এখনো প্রায় ৯ হাজার মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে দ্রুত উদ্ধারকাজ চালানোর মতো ভারী যন্ত্রপাতির অভাব রয়েছে বলে তারা জানিয়েছে। সোমবার উদ্ধারকর্মীরা ২০২৩ সালের ডিসেম্বরের একটি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে প্রায় ২০ জনের মৃতদেহ উদ্ধার করেন। ওই ভবনে হামলার সময় প্রায় ৬০ জন মানুষ ছিল। এর মধ্যে ৩০ জন শিশু আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

No comments