ইউক্রেন নিয়ে জার্মানির নতুন পরিকল্পনা
জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনে বহুজাতিক ফোর্স মোতায়েনের ক্ষেত্রে শুধু ইউরোপের দেশই যুক্ত থাকবে না, এতে কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও একাধিক দেশ অংশ নেবে।
গত দুই দিন ধরে জার্মানির বার্লিনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানালেন ফ্রেডরিক মের্ৎস। ইউরোপের নেতৃত্বধীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত এই বাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপত্তায় কাজ করবে। তবে পুতিন দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছেন তিনি ইউক্রেনে বিদেশি কোনো সৈন্য মোতায়েন মেনে নেবেন না।
তবে জার্মান চ্যান্সেলর জানান, তারা এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে রাশিয়া এই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। এদিকে ইউরোপের কাছে থাকা রুশ সম্পদ জব্দ করা নিয়ে বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এতে ২৭ দেশের নেতারা অংশ নেবে।
এদিকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে ঘিরে ইউরোপে সবচেয়ে বড় একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে সহজে সমাধান মিলবে কিনা তা নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে।

No comments