কুমারীত্ব ফিরে পেতে তরুণীর কাণ্ড, সতর্ক করলেন চিকিৎসকরা

কুমারীত্ব ফিরে পেতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন এক তরুণী। এজন্য খরচ করেছেন লাখ লাখ টাকা। এমনকি তার এমন পদক্ষেপের জন্য সতর্ক করেছেন চিকিৎসকরাও।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, অদ্ভুত কাণ্ড করা এ তরুণীর নাম রাভেনা হানিয়েলি। তিনি একজন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাকে ফলো করেন ২ লাখ ৬৬ হাজার মানুষ। সম্প্রতি আত্মসম্মান ফিরে পাওয়ার নাম করে অদ্ভুত এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই ব্রাজালিয়ান।

তিনি জানান, নতুন করে কুমারীত্ব ফিরে পেতে চান তিনি। এ জন্য হাইমেনোপ্লাস্টিকের পেছনে খরচ করবেন ২২ লাখ ৭২ হাজার টাকা। এই তরুণীর মনে করেন, কুমারীত্ব ফিরে পেলে উদ্ধার হতে তার আত্মসম্মান!অথচ এর তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

রাভেনা বলেন, এই প্রক্রিয়াটি আমার জন্য বিশেষ অর্থ বহন করে। আমি আমার কুমারীত্ব ফিরে পেতে চাই এবং আবার কুমারী হতে চাই। এটি আমার আত্মসম্মান এবং গভীর ব্যক্তিগত কারণগুলোর সঙ্গে জড়িত। যা আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল।

হাইমেনোপ্লাস্টি কী?


হাইমেনোপ্লাস্টি মূলত একটি অস্ত্রোপচার প্রক্রিয়া, যেখানে নারী হাইমেনের ছিঁড়ে যাওয়া প্রান্তগুলো সেলাই করে পুনরুদ্ধার করা হয়। রাভেনার জন্য এটি একটি প্রতীকী গুরুত্ব বহন করে, যা তার জীবনে ‘নতুন অধ্যায়ের সূচনা’ নির্দেশ করে।

তবে রাভেনা স্বীকার করেছেন যে, এ ধরনের অস্ত্রোপচার প্রায়ই সমালোচনার মুখে পড়ে। ২৩ বছরের এই তরুণী বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, সবাই এ ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত বোঝে না বা সমর্থন করে না। আমাদের উচিত এগুলো বিচার করা ছেড়ে মানুষের সিদ্ধান্তকে সম্মান জানানো’।

চিকিৎসকদের সতর্কবার্তা

এদিকে হাইমেনোপ্লাস্টির সম্ভাব্য শারীরিক, মানসিক এবং নৈতিক ঝুঁকির বিষয়ে চিকিৎসকরা সতর্ক করেছেন। লন্ডনের মেডিসোনাল ক্লিনিকের সিইও ড. হানা সালুসোলিয়া বলেন, এই প্রক্রিয়াটি একটি প্রতীকী সার্জারি, যা প্রকৃতপক্ষে কুমারীত্ব পুনরুদ্ধার করে না। এতে সংক্রমণ, দাগ পড়া, অনিয়মিত নিরাময় এবং ফলাফলে অসন্তুষ্টির ঝুঁকি থাকে।

রাভেনার অবস্থান

এসব সমালোচনা এবং ঝুঁকির বিষয়ে অবগত থাকলেও রাভেনা তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, এটি একজন নারীর অনুভূতি এবং আমি নিজের জন্য কী চাই সে বিষয়ে আমি সচেতন। আমি চাই, নারীরা তাদের নিজ নিজ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহনে সক্ষম হন।

যদিও রাভেনা এখনো অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত করেননি। তবে তিনি তার কুমারীত্ব পুনরুদ্ধারের সময় প্রয়োজনীয় সব নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক এড়ানো এবং সঠিক নিরাময়ের জন্য নিজের আরামের প্রতি মনোযোগ দেওয়া।

অদ্ভুত কাণ্ড করা তরুণী। ছবি : সংগৃহীত
অদ্ভুত কাণ্ড করা তরুণী। ছবি : সংগৃহীত



No comments

Powered by Blogger.