গাঁজা গাছ দিয়ে বাড়ি : পরিবেশ রক্ষায় নতুন যুগ

আপনি কী জানেন, গাঁজা গাছ দিয়েও বাড়ি তৈরি করা সম্ভব? জার্মানির প্রকৌশলী হেনরিক পাউলি গত কয়েক বছর ধরে বাড়ি তৈরির উপকরণ হিসেবে গাঁজা গাছ ব্যবহার করে আসছেন।

বৃহস্পতিবার (০৫) ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গাঁজা গাছ (যাকে জার্মান ভাষায় হেম্প বলা হয়) দিয়ে নির্মিত বাড়িগুলো পরিবেশবান্ধব এবং বেশ কিছু গুণসম্পন্ন।

হেনরিক পাউলি জানান, গাঁজা গাছের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বাড়ি তৈরিতে এর ব্যবহারকে আরও কার্যকর করে তোলে। এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং প্রায় সব জায়গায় জন্মায়, বিশেষ করে জার্মানির হেসেন রাজ্যে। গাঁজা গাছ অধিক পরিমাণে কার্বন-ডাই অক্সাইড শোষণ করে, যা পরিবেশের জন্য উপকারী।

পাউলি বলেন, গাঁজা গাছের গুণাবলি অনেক। এটি দিয়ে তৈরি বাড়ি পরিবেশবান্ধব, ভালো ইনসুলেশন সরবরাহ করে, ঘর গরম রাখে এবং অগ্নি-নিরাপদ। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি স্যাঁতসেঁতে ভাব শোষণ করে এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।

তবে, গাঁজা গাছ দিয়ে বাড়ি তৈরির এ ধারণাটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এর অন্যতম কারণ হলো প্রচলিত বাড়ি নির্মাণ উপকরণের তুলনায় এর খরচ ১০-২০% বেশি। এ ছাড়া, জার্মানির অনেক মানুষ এখনো গাঁজা গাছকে মাদক হিসেবে দেখে থাকেন, যা এই উপকরণের ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি করে।

তবে পাউলি বিশ্বাস করেন, ভবিষ্যতে আরও মানুষ গাঁজা গাছ ব্যবহার করে বাড়ি নির্মাণ করবেন এবং এতে পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়ন হবে। গাঁজা গাছ অনেকভাবে কাজে লাগানো যায়, তিনি বলেন, যারা একে মাদক হিসেবে ব্যবহার করেন, তারা হয়তো অন্যভাবে এর উপকারিতা দেখতে পাবেন।

হেনরিকের আশা, ভবিষ্যতে নির্মাণশিল্পে গাঁজা গাছের ব্যবহার বাড়বে এবং এটি পরিবেশবান্ধব ঘর তৈরির একটি শক্তিশালী উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

গাঁজা গাছ দিয়ে তৈরি বাড়ি। ছবি : সংগৃহীত
গাঁজা গাছ দিয়ে তৈরি বাড়ি। ছবি : সংগৃহীত



No comments

Powered by Blogger.