আন্দোলন চলমান, শেষ করবেন খান সাহেব : গান্দাপুর

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর আন্দোলন এখনো চলমান এবং দলের চেয়ারম্যান ইমরান খানই এটি শেষ করার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর।

বুধবার (২৭ নভেম্বর) পাকিস্তানের মানসেহরায় এক সংবাদ সম্মেলনে কেপি মুখ্যমন্ত্রী বলেন, এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৃহত্তর লড়াই। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এদিকে, পিটিআই বুধবার ভোরে একটি ‘অস্থায়ী স্থগিতাদেশ’ ঘোষণা করেছে, কারণ আইনশৃঙ্খলা বাহিনী দমনপীড়ন চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে, গান্দাপুর স্পষ্ট করেন যে আন্দোলন কেবল ইমরান খানের নির্দেশে শেষ হবে।

তিনি দাবি করেন, পিটিআই একটি অহিংস দল হলেও সরকার তাদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গ্রেপ্তার, সহিংসতা এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম, কিন্তু সরকার আমাদের ওপর হামলা করেছে।

গান্দাপুর বলেন, সরকার যত বাধা সৃষ্টি করুক, আন্দোলন চলবে। এটি আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম।

তিনি কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এটি শুধু আজকের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগ্রাম। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত ইমরান খান আন্দোলন শেষ করার নির্দেশনা না দেন, ততদিন পর্যন্ত এটি চলবে।

রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার প্রতিবাদে গান্দাপুর বলেন, এই প্রতিবাদ একটি বিপ্লব। যদি সরকার এটি থামাতে চেষ্টা করে, জনগণ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

এদিকে, সরকার পিটিআইয়ের বিক্ষোভ দমন করতে ব্যাপক শক্তি প্রয়োগ করেছে, যার ফলে ৫ পুলিশ সদস্য এবং ৩ রেঞ্জার সদস্য নিহত হয়েছে।

পিটিআই জানায়, সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালিয়ে রাজধানীকে হত্যা ক্ষেত্র বানাতে চাচ্ছে। দলের নেতারা আরও জানান, ইমরান খানের নির্দেশের পর তারা পরবর্তী কৌশল ঘোষণা করবেন।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। ছবি : সংগৃহীত
খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। ছবি : সংগৃহীত



No comments

Powered by Blogger.