বেগুন চাষে কৃষকের ব্যস্ততা by সোয়েল রানা
বছরজুড়ে
বেগুন চাষ করা হয়। সব মাটিতেই বেগুন ভালো জন্মে। তবে দোআঁশ, এঁটেল দোআঁশ ও
পলিমাটি বেশি উপকারী। বগুড়ার শাজাহানপুর উপজেলার তিতখুর, গয়নাকুড়ি,
নাদুরপুকুর, টেংগাগুরসহ আশপাশের প্রায় ২০ গ্রামে বেগুন চাষের ধুম পড়েছে।
No comments