রাশিয়ায় এয়ারশোতে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন
ইরানি স্টল |
রাশিয়ায়
চলমান আন্তর্জাতিক এয়ারশোতে 'মুবিন' ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা
হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে সাড়ে চারশ' কিলোমিটার, ওজন ৬৭০
কিলোগ্রাম এবং তা ৪৫ হাজার ফুট উঁচু দিয়ে এটি উড়তে পারে।
মস্কোর পূর্বাঞ্চলে ঝুকোভস্কি শহরে আজ থেকে 'মাক্স-২০১৯' নামের আন্তর্জাতিক এয়ারশো শুরু করেছে। এতে ইরানসহ ১৭টি দেশ অংশ নিচ্ছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এই এয়ারশো চলবে। এই এয়ারশোতে ৩৪০টির বেশি কোম্পানি তাদের সর্বশেষ সাফল্য প্রদর্শন করছে।
এই এয়ারশোতে এবার ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন উপ-প্রতিরক্ষামন্ত্রী আব্দুল করিম বানি তারাফি।
ইরানি উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই এয়ারশোতে ইরানি স্টলে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও একটি প্রশিক্ষণ বিমান, বিমানের ইঞ্জিন ও কয়েকটি ড্রোন প্রদর্শন করা হচ্ছে।
মস্কোর পূর্বাঞ্চলে ঝুকোভস্কি শহরে আজ থেকে 'মাক্স-২০১৯' নামের আন্তর্জাতিক এয়ারশো শুরু করেছে। এতে ইরানসহ ১৭টি দেশ অংশ নিচ্ছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এই এয়ারশো চলবে। এই এয়ারশোতে ৩৪০টির বেশি কোম্পানি তাদের সর্বশেষ সাফল্য প্রদর্শন করছে।
এই এয়ারশোতে এবার ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন উপ-প্রতিরক্ষামন্ত্রী আব্দুল করিম বানি তারাফি।
ইরানি উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই এয়ারশোতে ইরানি স্টলে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও একটি প্রশিক্ষণ বিমান, বিমানের ইঞ্জিন ও কয়েকটি ড্রোন প্রদর্শন করা হচ্ছে।
ইরানি স্টল |
No comments