সার্জেন্টকে মারধরের ঘটনায় মামলা
উল্টোপথে বাস যেতে না দেয়ায় রাজধানীর বাংলামোটরে পুলিশ সার্জেন্টের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে রমনা থানায় সার্জেন্ট কায়সার হামিদ বাদী হয়ে এ মামলা (মামলা নং-২৬) করেন। মামলায় দায়িত্বপালন কালে শিক্ষার্থীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ আনেন তিনি। মামলায় তিনটি দোতলা বাসের চালক, চালকের সহকারী ও অজ্ঞাতনামা ছাত্রদের আসামি করা হয়েছে। এর আগে সোমবার বিকাল ৫টায় শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটর মোড়ে গিয়ে থামে। এ সময় কয়েকজন ছাত্র কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে থামিয়ে দোতলা বাস দু'টিকে উল্টো দিকে নেয়ার চেষ্টা করে। তখন সেখানে কর্তব্যরত সার্জেন্ট উল্টো পথে যেতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টকে মারধর শুরু করে। অবশ্য কিছু শিক্ষার্থী হামলাকারীদের থামানোর চেষ্টা করে। এসময় আরেক সার্জেন্ট দ্রুত মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দু'টি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে চলে যায়।
No comments