ভিক্ষুকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ
দামুড়হুদা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য চিৎলা গ্রামের লুৎফর মল্লিকের বিরুদ্ধে ভিক্ষুক ও প্রতিবন্ধীদের কাছ থেকে ভিজিএফের কার্ড করে দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদার চিৎলা পশ্চিম পাড়ার ভূমিহীন ভিক্ষুক জহুরা বেগম (৫৫) প্রতিবন্ধী স্বামী মোতালেবকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে কোনোরকমে জীবনযাপন করে আসছে। দরিদ্রদের সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতার কথা জানতে পেরে ইউপি সদস্য লুৎফরের কাছে সাহায্যের জন্য লুৎফর জহুরা বেগমের কাছে ভিজিএফের কার্ড করে দেয়ার নামে দুই হাজার টাকা দাবি করে। একপর্যায় জহুরা বেগম খেয়ে না খেয়ে অতি কষ্ট করে ২ হাজার টাকা জোগাড় করে লুৎফর মেম্বারের হাতে তুলে দেয়। কিন্তু সুবিধা ভোগী লুৎফর মেম্বার কার্ড না করে দিয়ে দীর্ঘদিন জহুরা বেগমকে ঘুরাতে থাকে। এ বিষয়ে লুৎফর মেম্বার জানান, জহুরা বেগমের কাছে কার্ড দেয়ার নামে কোনো টাকা নেয়া হয়নি। দামুড়হুদা ইউএনও রফিকুল হাসান জানান, যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
No comments