সাক্ষ্য দেবেন কোমি, ফেঁসে যেতে পারেন ট্রাম্প
সাবেক এফবিআই প্রধান জেমস কোমি মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে প্রকাশ্যে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। এদিকে ট্রাম্প নির্বাচনকালে রাশিয়ার সাথে তার শিবিরের সম্ভাব্য আঁতাতের ওপর ব্যুরোর তদন্তকে কেন্দ্র করেই মূলত কোমিকে বরখাস্ত করেছেন বলে দাবি করা হচ্ছে। গত সপ্তাহে কোমিকে বরখাস্তের পর তিনি এ পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। এবার তিনি মুখ খুলতে রাজি হয়েছেন। আগামী ২৯ মে মেমোরিয়াল ডে’র ছুটির পর সিনেট ইন্টেলিজেন্স কমিটির উন্মুক্ত অধিবেশনে কোমি রাশিয়ার সাথে সম্ভাব্য আঁতাতের বিষয়ে সাক্ষ্য দেবেন। তবে সাক্ষ্যদানের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। এক বিবৃতিতে প্যানেল চেয়ারম্যান রিচার্ড বার বলেন, আশা করি কোমি আমেরিকান জনগণের কাছে সাম্প্রতিক বিষয়সমূহের ব্যাখ্যা দেবেন, যেসব বিষয় সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
No comments