বাসচাপায় মৃত্যু
ফরিদপুর শহরে পিকআপের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর বাসচাপায় এক অটোরিকশা-চালকের মৃত্যু হয়েছে। শহরের গোয়ালচামট এলাকায় মহিম স্কুলের সামনে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নাজিম উদ্দিন আহমেদ জানান। নিহত তপন কুমার মণ্ডলের (৩২) বাড়ি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে।
ওসি নাজিম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, গোয়ালচামট এলাকার মহিম স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
No comments