চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৪ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পথচারী মনিকা রানী দাস (৪৫), নগরীর বহদারহাট এলাকার মো. নাসের (৬০), পাঁচলাইশ থানার বালুচরা এলাকার সোলেমান (৫০) ও ষোলশহরের আরিফ (২৮)। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, আত্মীয়ের মৃত্যুর খবরে একটি মাইক্রোবাসে (চট্ট-মেট্র-চ-১১৪৬৪২) করে আটজন বারইয়ারহাট যাচ্ছিলেন। পথে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী ও মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মনিরুজ্জামান।
No comments