গুলশান কার্যালয়ে রিজভীর প্রবেশ
পুলিশের তল্লাশি চলাকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল ৯টার দিকে চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে হঠাৎ করে কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।
এরপর সকাল সাড়ে ৭টার দিকে তারা কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি শুরু করে। তল্লাশি শুরুর আগে পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয়। তল্লাশির সময়ে কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে কাউকে কার্যালয়ে যেতে দেয়া হচ্ছে না।
No comments