মোস্তাফিজের প্রশংসায় মাশরাফি
ছন্দে ফিরলেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। দীর্ঘ নয় মাস ইনজুরিতে থাকার পর ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন তিনি। আর তাকে স্বমহিমায় ফিরে পেয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে ওয়ানডে অধিনায়ক বলেন, এই ম্যাচে দারুণ বোলিং করেছে মোস্তাফিজ।
শুধু এই ম্যাচে নয় গত আড়াই বছর ধরেই ও আমাদের জন্য খুব ভালো করছে। আশা করি, ও এটা ধরে রেখে আরো বহুদূর যাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ছন্দে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন মোস্তাফিজ। আর আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেই যাদু দেখিয়ে তুলে নেন ৪ উইকেট।
No comments