মার্কিন বিমানকে ধাওয়া : চীনের অস্বীকৃতি
পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ সীমানায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানকে বাধা দিয়েছে চীনের দুটি যুদ্ধবিমান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, গত বুধবার দুটি চীনা সুকহি সু-৩০ জেট মার্কিন বিমানের পথরোধ করে। সেনা কর্মকর্তারা জানান, চীনা জেট দুটি একটি বিমানের মাত্র ১৫০ ফুট দূরে উপরের আকাশে উল্টো হয়ে উড়ে যায়। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বিমানটি ওই এলাকায় উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার তেজস্ক্রিয়তা শনাক্ত করার উদ্দেশ্যেই নিয়মিত টহল দিচ্ছিল। কিন্তু চীন অত্যন্ত ‘অপেশাদারি’ মনোভাব দেখিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে চীন। শুক্রবার রাতে দেয়া এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বিমান আইন অনুযায়ী কাজ করেছে।
মন্ত্রণালয় বলেছে, বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তারা যেভাবে বিবৃতি দিয়েছেন তা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বেইজিং আরো বলেছে, চীনা বিমানগুলো মার্কিন বিমানকে শনাক্ত করার কাজ করেছে নিতান্তই আইন অনুযায়ী। এ কাজকে চীন পেশাদারসুলভ বলেও উল্লেখ করেছে। তবে আমেরিকা দাবি করেছে, চীনা এসইউ-৩০ বিমান দুটি যখন ডাব্লিউসি-১৩৫ বিমানটিকে তাড়া করে তখন সেটা আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মিশনে ছিল। ডাব্লিউসি-১৩৫ বিমান পরমাণু কর্মসূচি শনাক্ত করার কাজে ব্যবহার করা হয়। চীন বলেছে, এ ধরনের কাজ থেকে আমেরিকাকে বিরত থাকতে হবে।
No comments