ফরিদপুরে বাসচাপায় ইজিবাইক চালকের মৃত্যু : প্রতিবাদে সড়ক অবরোধ
ফরিদপুর শহরে বাস চাপা পড়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। প্রতিবাদে এলাকাবাসীর টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। আধাঘন্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। আজ শনিবার সকাল ৯টার দিকে শহরের গোয়ালচামট এলাকার মহিমস্কুলের সামনে ঢাকা-বরিশাল মহা সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক তপন মন্ডল (৪৫) ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের সতিয়া গ্রামের রশিক মন্ডলের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও দুই মেয়ের বাবা। ঘটনার প্রত্যক্ষদর্শী চাল ব্যবসায়ী সনৎ কুমার দাস জানান, তপন ইজিবাইক নিয়ে মহিম স্কুলের সামনের মোড় দিয়ে ঘোরার চেষ্টা করলে অপর একটি ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যায়।
ওই সময় নতুন বাসস্ট্যান্ডগামী একটি লোকাল বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক তপন ঘটনাস্থলেই নিহত হন। আরেক প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। আধাঘন্টা পর কোতয়ালী থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
No comments