সৈয়দপুরে ২৪০০ পিস ইয়াবাসহ তিন সরবরাহকারী আটক
নীলফামারীর সৈয়দপুরে আবারও শনিবার (২০ মে) বেলা ১১টায় পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তিন সরবরাহকারীকে আটক করেছে। আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ব্রাহ্মনপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় তিন ইয়াবা সরকরাহকারীকে আটক করা হয়। এরা হচ্ছে বোতলাগাড়ির বড়দহ এলাকার সুরেশ রায়ের ছেলে বিপ্লব রায় পর্বত (২৮),
বদরগঞ্জের সোনারপাড়ার আফজাল হোসেনের ছেলে রাশেদ (২০) ও একই এলাকার রাধানগর মুন্সিপাড়ার নাসির উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২১)। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪শ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২০ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত বর্মকর্তা আমিরুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
No comments