খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
খুলনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মুন্সি রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। রাজু (৩০) নগরীর টুটপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশের দাবি, রাজু একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মহানগরীর খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় রাজু বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংগঠিত হয়েছে এমন গোপন খবরে সেখানে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে রাজু বাহিনীর সদস্যরা। পুলিশও পাল্টা গুলি চালালে মুন্সি রাজু গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান রাজু। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
No comments