কাল দেশব্যাপী বিএনপির বিক্ষোভ
আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক অনুষ্ঠানে এই কর্মসূচীর ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হঠাৎ পুলিশী তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ কর্মসূচীর ঘোষণা দেন। রিজভী বলেন, হাওরসহ নানা ঘটনা থেকে দৃষ্টি ফেরাতেই এই তল্লাশি। তিনি বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তির সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সার্চ ওয়ারেন্ট করিয়ে কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। তিনি নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, হাওরসহ নানা ঘটনায় সরকার যে বিপর্যস্ত সেদিক থেকে দৃষ্টি ফেরাতে এটি করানো হয়েছে। এটি খালেদা জিয়াকে অপমাণিত ও বিপর্যস্ত করার কঠিন ও পাতানো ষড়যন্ত্রের অংশ।
No comments